March 4, 2021, 9:13 pm
পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মালেক এই নিয়ে চতুর্থবারের মতো মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করেন।
গতকাল পিরোজপুর জেলা প্রশাসন কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। এ সময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন ও জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
এছাড়াও ১নং ওয়ার্ড কাউন্সিলর টিপু সরদার, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু সিকদার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিদান আহম্মেদ জসিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সালাম বাতেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়রুল কবির সিকদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদউল্লাহ লিটন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আ. হাই হাওলাদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার, এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, হাফিজা আক্তার খুশী ও ইশিতা আক্তার হ্যাপি শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের তারা নির্বাচিত হন।