April 16, 2021, 10:34 pm
গতকাল সোমবার সন্ধ্যা থেকে সৌদি আরব ও কাতার তাদের বিমান, স্থল, সমুদ্র বন্দর পুনরায় চালু করেছে।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল সাবাহ তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে একথা জানিয়েছেন।
আলুলায় অনুষ্ঠিতব্য জিসিসি সম্মেলনের প্রাক্কালে এই ঘোষণা আসে।
২০১৭ সালের জুনে দেশটির সাথে যোগাযোগ বন্ধ করে সৌদি, আরব আমিরাত, মিশর ও বাহরাইন। সাথে সন্ত্রাসবাদ সমর্থনের জেড়ে কাতারের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে এই চার দেশ। যেখানে নিরপেক্ষ ভূমিকায় ছিলো জিসিসি সদস্য দেশ ওমান।তবে তাদের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিল কাতার।
এদিকে, মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তার দেশের প্রতিনিধি দলের ৪১ তম জিসিসি শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দেবেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
২০১৩ সালে উপসাগরীয় সঙ্কট শুরু হওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনে কাতারি আমির অংশ নেবেন।