March 7, 2021, 9:55 pm
ভি বি ডি পিরোজপুর জেলা শাখার ভলেন্টিয়ার দের উদ্যোগে আজ- ২০/১১/২০ রোজ শুক্রবার বেলা-১২টায় পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে হত-দরিদ্র, দিনমুজুর,ভিক্ষুক,রিক্সা চালক ও পথবাসী দের মাঝে তৃপ্তির আহার নামে ইভেন্টের আয়োজন করা হয়। এ সময় ভলেন্টিয়ার গন খাবার হাতে করে বহন করে প্রত্যেকে কাছে গিয়ে খাবার ও বোতল জাত বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেয়।
এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং তারা সকলের কাছে দোয়া চেয়েছেন তারা এরকম ভালো কাজ গুলো করতে পারেন।