March 2, 2021, 10:34 pm
রাজু চৌধুরী,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোংলা উপজেলায় (০৮ নভেম্বর) রবিবার ০১নং চাঁদপাই ইউনিয়ন ক্লাইমেট চেইঞ্জ এ্যাকশন গ্রুপ কতৃক আয়োজিত কৃষি বিভাগের প্রদত্ত সেবা সম্পর্কিত বিষয় নিয়ে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অনিবেশ বালা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামিলা বেগম, উইপি সদস্য লিয়াকত হোসেন, আফজাল হোসেন, সালাম হাওলাদার, জেজেএস প্রকল্পের এ বিএম আক্তার হোসেন, নাগির্স বেগম, হোস্নেয়ারা বেগম, বিদুৎ বিশ্বাস’সহ অনেকে।সভায় সেবা গ্রহীতারা একের পর এক প্রশ্ন কৃষি কর্মকর্তার নিকট পেশ করেন এবং এর সমাধান ধারাবাহিক ভাবে কৃষি কর্মকর্তা জনাব অনিবেশ বালা বর্ননা করেন। অনুষ্ঠানে চাঁদ পাই উইনিয়নের চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম এর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন লিয়াকত হোসেন।