March 4, 2021, 12:59 am
মোঃ নুর উদ্দিন (পিরোজপুর): আজ শুক্রবার সকাল- ১১ ঘটিকায় পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের আয়োজনে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমদের নিয়ে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে নেতৃস্থানীয় বক্তারা ফ্রান্স কর্তৃক মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কে অবমাননা করার কারণে তীব্রনিন্ধা ও প্রতিবাদ জানিয়েছেন। বক্তব্য রাখেন পিরোজপুর বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের সভাপতি মোঃআবু নাইমুল, এবং আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনের নেতৃত্ব দেন পিরোজপুর আহলেহাদীছ আন্দোলন এর সেক্রেটারি জনাব জিয়াউল হক শিমুল তিনি বলেন আমরা আমাদের ঈমানী দায়িত্ববোধ থেকে এই মানববন্ধনের আয়োজন করেছি সারা পৃথিবীর মানুষ জানুক মুসলিমরা আজ একতাবদ্ধ এবং কোনভাবেই তারা তাদের প্রিয় নবী মোহাম্মদ (সা:)এর অবমাননাকারীদের বরদাস্ত করবে না। পিরোজপুর আহলে হাদিস আন্দোলনের নেতা মো: আহসান আলী ফ্রান্সের পন্যকে বর্জনের মাধ্যমে সমগ্র মুসলিমকে একতাবদ্ধ হওয়ার জন্য আরও একবার আহবান জানান। তিনি ফ্রান্সের প্রতিটি পণ্যের তালিকা প্রকাশ করেন এবং সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন কেউ যেন কোনভাবে তাদের পণ্য কেনাবেচা না করেন এবং এটাই হবে ফ্রান্সের প্রতি আমাদের হুঁশিয়ারি।
মানববন্ধন শেষে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত “দারুস সুন্নাহ আহলে হাদিস জামে মসজিদ” উদ্যোগে জুম্মার সালাত শেষে শহরমুখী এক বিরাট বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মুসলিমরা সমবেত হন।