March 8, 2021, 4:11 pm
এম এন উদ্দিন (পিরোজপুর): পিরোজপুর -নাজিরপুর সড়কে বকুলতলা বাজার (টেক্সটাইল মিলের সামনে) জাতীয় সড়কের উপর বাসের ধাক্কায় আকাব্বার নামে (৪৫) এক সাইকেল আরোহীর মৃত্যু হয়।
ঘটনার বিবরণে জানা যায়, কমফোর্ট লাইন নামের একটি বাস দ্রুত গতিতে পিরোজপুর থেকে নাজিরপুর এর উদ্যেশ্যে যাচ্ছিল, সাইকেল আরোহী আকাব্বার বকুলতলা বাজার ব্রিজ থেকে নেমে জাতীয় সড়কে নামার সাথে সাথে কমফোর্ট লাইনের বাসের ধাক্কা লেগে মাথায় আঘাত লাগে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।