March 7, 2021, 8:26 pm
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ রবিবার (১১ অক্টোবর) সকালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় দূর্গাপুরের তমা ব্রিজের পূর্ব পাশ থেকে র ্যাব -৬ এর সদস্যরা তাদের হাতে নাতে আটক করে। এ সময় আটকদের কাছ থেকে ২৮৩ পিস ইয়াবা, ৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুরেন বিশ্বাসের ছেলে অভিক বিশ্বাস (২৭) এবং বরিশাল জেলার কুলাকানা এলাকার মোঃ শামীম মোস্তফার ছেলে ইফতেখারুল বাশার (২৫)। র ্যাব -৬ খুলনার মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রিয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করার সময় দুই জনকে আটক করেছি।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে