March 7, 2021, 9:33 pm
অনলাইন ডেস্ক: নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলায় গৃহ বধূকে বিবস্ত্র করে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানোর তীব্র নিন্দা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নরসিংদীর নারী সাংসদ তামান্না নুসরাত বুবলি তার অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেন, আমি একজন নারী সংসদ সদস্য সিংগেল মাদার বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাইরে যেতে হয় সাংসারিক, সামাজিক সব কাজ নিজের করতে হয়।
আমার গায়ে ট্যাগ লাগান নেই যে সহিংসতা আমার সাথে হবেনা। ধর্ষকদের ব্যাপারে জোরদার প্রতিবাদসহ বিচার দাবি করছি। আজ এই নারী কাল আপনার ঘরের কেউ !! আমরা কেউ নিরাপদে না। সবাই আওয়াজ তুলুন কঠোর হোন , শিশু ,কিশোরী , মধ্যে বয়সী , বয়স্ক নারী কেউ নিরাপদ না।
বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা ধর্ষকদের উপযুক্ত শাস্তি দাবি করছি। নতুবা দিন দিন বাড়তে থাকবে এই জঘন্য ঘটনা।