March 5, 2021, 3:32 am
অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ছাড়াও দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটের ফ্লাইট ছাড়া আন্তর্জাতিক অন্যান্য রুটে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।
বর্তমান ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।