March 8, 2021, 12:13 am
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় আধুনিক মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্নহত্যা করছে নবম শ্রেনির ছাত্রী নিপা মজুমদার (১৪)। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আধুনিক মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্নহত্যা করছে নবম শ্রেনির ছাত্রী নিপা মজুমদার (১৪)। শুক্রবার সকালে চিতলমারী থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন জানান, দরিদ্র বাবাকে আধুনিক মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য নিপা কিছুদিন ধরে বলছিল। করোনাভাইরাসের কারনে বিদ্যালয় বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সে বাড়িতে বসে লেখাপড়া করতে চেয়েছিল। কিন্তুু দরিদ্র বাবার পক্ষে দামী মোবাইল ফোন কিনে দেওয়া সম্ভব ছিলোনা। এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পেছনের দেবদারু গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে নিপা। সে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী এবং খড়মখালী গ্রামের বুদ্ধিমন্ত মজুমদারের তৃতীয় সন্তান। এ বিষয়ে চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।