March 3, 2021, 12:24 pm
রিয়াজ আহম্মেদ,জেলা প্রতিনিধি:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নন এমপিওভূক্ত কারিগরি,মাদ্রাসা ও সতন্ত্র এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩ জন কর্মরত শিক্ষক কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। আজ সোমবার (১৩ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঊমি ভৌমিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। আলোচনা শেষে তারা উপজেলার ১৩৩ জন নন এমপিওভূক্ত শিক্ষক -কর্মচারিদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক তুলে দেন। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন ধরে উপজেলার বন্ধ থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিওভূক্ত শিক্ষকদের প্রত্যেকে ৫ হাজার এবং কর্মচারীদের ২৫০০ টাকা করে বিতরণ করা হয়।