February 25, 2021, 1:59 am
রিয়াজ আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বরিশাল বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বিভাগের সকল সরকারি দপ্তরসমূহ “একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি” সফল বাস্তবায়নের আওতাধীন ছিল।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচিতে সংযুক্ত থাকেন মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। মঠবাড়িয়ায় সরকারি দপ্তরসমূহের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পক্ষে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু খান,বাচ্চু আকন,শাহাদত হোসেন রাজা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস প্রিন্স,ডাঃ সিরাজুল ইসলাম,মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান,সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুম্মান হাওলাদার,প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ,সদর ইউনিয়নের চেয়ারম্যান এবি,এম ফারুক হাসান, টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স শেষে উপজেলা নির্বাহী দপ্তরের প্রাঙ্গণে ইউএনও উর্মি ভৌমিক মোট ২৫টি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব দপ্তরে পাঁচটি করে ফলদ,বনজ,ও ভেজষ গাছের চারা রোপণ রোপন করে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেন।