March 3, 2021, 11:46 pm
বিশেষ প্রতিনিধি: কাতার নেবার কথা বলে সিলেটের ফেঞ্চুগঞ্জের জনৈক মোজাম্মেল হোসেনের কাছ থেকে বড়লেখা উপজেলার অধিবাসী কাতার প্রবাসী প্রতারক আহমেদ রিয়াজ ২০১৬ সালে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে মোজাম্মেল হোসেনকে একটি ভুয়া ভিসা প্রদান করে। বিষয়টি ভুয়া প্রমাণিত হলে সে নতুন ভিসা দেওয়ার জন্য কালক্ষেপণ করে। এক পর্যায়ে সে গাঢাকা দেয় এবং ভিসা দেওয়ার কথা অস্বীকার করে।
বাধ্য হয়ে মোজাম্মেল হোসেন বাদী হয়ে প্রতারক আহমেদ রিয়াজকে আসামি করে সিলেট মেট্রোপলিটন চীফ জুডিসিয়াল কোর্টে মামলা দায়ের করেন। মামলা নং সি আর ৯১০/ ২০১৬।
মামলাটি দীর্ঘদিন চলার পর চলতি বছরের ১৮ মার্চ মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালত প্রতারক আহমেদ রিয়াজকে ২ বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মামলার পর থেকে আসামি আহমদ রিয়াজ পলাতক রয়েছেন।
মামলার বাদি মোজাম্মেল হোসেন জানান আহমদ রিয়াজের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। সে বিভিন্ন মানুষকে কাতার নেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।