March 3, 2021, 6:00 pm
বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে রুমিন ফারহানা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।