March 7, 2021, 8:49 pm
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মাননীয় পুলিশ সুপার, শ্রী পংকজ চন্দ্র রায় এর উপস্থিতিতে লক্ষ্মীখালী দিপু মৃধার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। (১০ আগষ্ট) পার্শ্ববর্তী মোড়লগন্জ উপজেলায় ০৯ টি গ্রামে প্রায় ৩০০টি পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলার মাননীয় পুলিশ সুপার, শ্রী পংকজ চন্দ্র রায়।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, মোড়েলগন্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, আরো উপস্থিত ছিলেন, সহকারী অফিসার (ভূমি) রন্জন কুমার দে, অফিসার ইনচার্জ এম কে আজিজুর, উপজেলা ভাইস – মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস – চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা’সহ অনেকে। বিশ্বব্যাপী প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গৃহবন্ধী শ্রমজীবি ও নিম্ন আয়ের অসহয় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন আমেরিকা প্রবাসী দিপস্কার মৃধা (দিপু)।
নিজ উপজেলা মোংলায় প্রায় ৪ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শ্রীধাম লক্ষ্মীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুর’ কে উৎসর্গ করে এ খাদ্য সহায়তা প্রদান করেন দিপু মৃধা। যার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর। দিপু মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, আফজাল হোসেন, শাহ্ আলম, সাংবাদিক রাজু চৌধুরী, দেব দুলাল ঢালী, আজিজ মোড়ল, শুভ, বায়জিদ হোসেন, সুমন, ইসমাইল হোসেন’সহ অনেকে।