March 6, 2021, 5:34 am
রিয়াজ আহম্মেদ,জেলা প্রতিনিধি পিরোজপুরঃ পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিনয় রায় (২৭) নামে এক দিনমজুর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামের এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানান, একটি পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এবং তিনি ওই পরিত্যক্ত ঘরে একা বসবাস করতো। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান এম. কে. সবুর তালুকদার জানান, ওই যুবক কিছুটা সরল প্রকৃতির লোক এবং একজন ঋনগ্রস্থ ব্যক্তি।সকলেরই ধারনা দেনার দায়ে হয়তো সে আত্মহত্যা করতে পারে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।