February 25, 2021, 1:46 am
নোয়াখালী প্রতিনিধি : আজ ১০/০৮/২০২০ তারিখ নোয়াখালী সদরের মাইজদি বাজার, নাপিতের পুল, টাউন হল মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট ৬টি(ছয়) পৃথক পৃথক মামলায় ১১,৫০০ (এগারো হাজার পাঁচশ) টাকা জরিমানা করেন। টাউন হল মোড় থেকে পৌর বাজার পর্যন্ত দখল মুক্ত ফুটপাত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এছড়াও রাত ০৮টা থেকে ০৯টা পর্যন্ত নোয়াখালী সদরের মাইজদী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি না মেনে ব্যাবসা পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট ৩টি (তিন) পৃথক মামলায় ১২,০০০( বার হাজার) টাকা জরিমানা করেন। এছাড়াও, মোবাইল কোর্ট পরিচলানার পাশাপাশি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালান এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
পাশাপাশি বেগমগঞ্জ উপজেলায় সরকারি আদেশ অমান্য করে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও বাসে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় মোবাইল কোর্ট ৫(পাঁচ)টি মামলায় মোট ৪৫০০০(পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা। নোয়াখালী জেলায় আজ মোবাইল কোর্ট মোট ১৪ টি মামলায় সর্বমোট ৬৮,৫০০ টাকা জরিমানা করেন।