March 5, 2021, 3:19 am
রিয়াজ আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ মহামারি করোনা ভাইরাসের মধ্যে ক্রমেই বেড়ে চলছে দেশে বাল্য বিবাহ।এর মধ্যে পিরোজপুরে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন এর হস্তক্ষেপে বন্ধ হলো স্কুল ছাত্রীর (১৫) বাল্যবিয়ে।
জরিমানা দিতে হলো বর ও কনের বাবাকে। উপজেলার পূর্ব অলংকারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বর শাহ-জামালকে ৫০ হাজার ও কনের পিতা মো. মাহবুব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ছাত্রীর বিয়ের কনের বাড়ি উপজেলার পুর্ব অলংকারকাঠী গ্রামে।
সে এবছর অলংকারকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে৷ সবে মাত্র এসএসসি পাস করেছে। মেয়ের বাড়ীতেত বাল্য বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং ভ্রাম্যমান আদালতে বরকে ৫০ হাজার টাকা ও কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার নির্দেশ দেন।