March 6, 2021, 4:28 am
সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার :
কাতারের বাইরে বিভিন্ন দেশে আটকে থাকা অপেক্ষামান প্রবাসীদের কাতারে ফিরতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১ আগস্ট থেকে কাতার পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে এই আবেদন বা রিটার্ন পারমিট দাখিল প্রক্রিয়া। তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক প্রবাসী আবেদন করতে পারছেন না। অনেকে আবেদনের শেষ পর্যায়ে এসে পুরো প্রক্রিয়াটি বাতিল হয়ে যাচ্ছে। অপর দিকে এক সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ আবেদন শুরু করায় মাঝে মাঝে পোর্টালটি হ্যাং হয়ে যাচ্ছে। কাতারের আরবি দৈনিক আল শারকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এই রিটার্ন পারমিটের জন্য আবেদন করতে হবে।
জানাগেছে কাতারের সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত যারা বিভিন্ন দেশে গিয়ে করোনা মহামারির কারণে আটকে আছেন তারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন। তবে কোম্পানী বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য কোম্পানীর পক্ষ থেকে আবেদনের সুযোগ রয়েছে।