March 7, 2021, 11:22 pm
ইমাম হাসান: করোনার এই মহামারীতে সর্তকতা বজায় রেখে সুদান প্রবাসী অধিকার পরিষদের ঈদ পূর্ণমিলনী ও সদস্য সংগ্রহের ব্যপারে আলোচনা অনুষ্ঠিত হয় আফরা মলের স্টাইলিশ হোটেলে।
সুদান সমন্বয়ক ইমাম হাসান শরীফের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালিত হয় এবং শেষ হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সালামা বাকালা থেকে জসিম ভাই, এমারাত থেকে সুমন ভাই, রিয়াদ থেকে সাঈদ ভাই, মারকাজি থেকে নাসির ভাই, আনদুরমান থেকে সেলিম ভাই, এনগাজ থেকে রোমান ভাই, বাহারি থেকে সবুজ, হালপায়া থেকে রিপন।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলেই দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত বক্তব্য এর মাধ্যমে “বাংলাদেশ প্রবাসীদের অধিকার পরিষদ” কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা করেন।
উপস্থিত বক্তারা বলেন, “বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ” গঠনের পর থেকে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে ফুজিরা, সংযুক্ত আরব আমিরাত তার ব্যতিক্রম নয়। সারা বিশ্বের অধিকার বঞ্চিত বাংলাদেশী প্রবাসীদের ঐক্যবদ্ধ করে এই প্লাটফর্ম প্রবাসীদের অধিকার আদায়ে এগিয়ে যাবে।