March 4, 2021, 10:22 pm
করোনা মহামারিতে কুয়েত ছেড়ে নিজ দেশে পাড়ি জমানো প্রবাসীদের অনেকেই, এখন কুয়েতে ফিরতে চাইলেও পারছেন না। নিজ দেশের আকাশসীমা এখনও উন্মুক্ত না হওয়া কিংবা কুয়েতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায়, তাদের কারো ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না।
এ কারণে দৈনিক প্রায় এক হাজার প্রবাসীর আকামা নবায়ন করতে না পারায়, তা বাতিল হয়ে পড়ছে বলে জানিয়েছে আরব টাইমস।
যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ কোম্পানিগুলোকে তাদের নিবন্ধিত কর্মীদের আকামা নবায়নের সুযোগ রেখেছে, তবুও নানা জটিলতায় প্রতিদিন প্রায় ১ হাজার প্রবাসীর আকামা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে।
আরব টাইমস আরো জানায়, মেয়াদ উত্তীর্ণ আকামার কারণে নিজ দেশে থাকা প্রবাসীরা এখন কুয়েতে ফিরতে পারবেন না। এক্ষেত্রে তাদের একমাত্র উপায়, ভিসা নবায়ন করা বা নতুন ভিসা পাওয়া। তবে যারা ৬ মাসের বেশি সময় ধরে কুয়েতের বাইরে আছেন, তাদের আকামা এখনও বৈধ আছে যেহেতু তাদের জন্য সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে কুয়েত সরকার।
জানা গেছে , কুয়েতে অনেক কোম্পানি এবং নিয়োগকর্তা তাদের কর্মচারীদের আকামা নবায়ন করেছেন তবে প্রবাসীদের আরেকটি অংশ আছে, যাদের আকামা নবায়নে এগিয়ে আসেনি তাদের কোম্পানি বা নিয়োগকর্তা ।