March 5, 2021, 3:15 am
মেহেদী হাসান: চৌদ্দগ্রাম ‘প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের পক্ষ হতে গতকাল প্রতিবন্ধী আরিফা খাতুনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশিকুর রহমান ও অর্থসম্পাদক হাসান।
মোঃ গেয়াস উদ্দিন, মোহাম্মদ মকুল, জসিম উদ্দিন,আলম শাহা,ইমাম হোসেন, মাছুম, ইমদাদ উল্যাহ, প্রবাসী সংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান, মামুন, এসহাক বেপারী, আছমা আক্তারের উদ্যোগে অসহায় এই প্রতিবন্ধী মেয়ে আরিফাকে হুইল চেয়ারটি প্রদান করা হয়।
প্রতিবন্ধী আরিফা খাতুন বিজয়করা জগন্নাথ ইউনিয়নের রতন ডাক্তারের মেয়ে।
এসময় বক্তারা বলেন, আমাদের উদ্দেশ্য চৌদ্দগ্রাম উপজেলায় যদি এই ধরনের মানুষ থাকে, আমরা তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেবো, ইনশাআল্লাহ।