March 8, 2021, 2:57 pm
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাঘ আমাদের গর্ব। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। তাই যে কোন মূল্যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। মানুষের অত্যাচারে সুন্দরবন আজ বিপর্যস্ত। এছাড়া পাচারকারী দলের শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিনিয়ত বাঘ হত্যা করা হচ্ছে। সুন্দরবনের প্রান পশুর নদীকে শিল্প দূষণ কবল থেকে রক্ষা করতে না পারলে বাঘ সহ সুন্দরবন ও প্রাণ – প্রকৃতি রক্ষা করা যাবে না। ২৯ই জুলাই বুধবার সকালে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলার ফেরিঘাট চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশু রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার বাংলাদেশের আয়োজনে সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও শীর্ষক মানববন্ধনে বক্তারা একথা বলেন।
বুধবার সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে মানববন্ধন চলাকালে সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটপর আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন (বাপা) নেতা নাজমুল হক, কমলা সরকার, (দৈনিক আজকের উওরা, দৈনিক ভোরের বাংলাদেশ, মাতৃভূমি সংবাদ, প্রবাসী প্রতিদিন পত্ররিকার সংবাদকর্মী ও মোংলা অনলাইন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক – রাজু চৌধুরী), আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশথর সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, কবি জাহির কামাল, তারুন্য মোংলার মনির হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মাহারুফ বিল্লাহ, শেখ রাফসান রানা প্রমূখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে, পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও।