March 4, 2021, 12:48 am
মাসুদ আক্তার দিনাজপুর জেলা প্রতিনিধি, দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম বলেন, সরকারের নির্দেশনা মতে কোনো উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। সেই কারণে দিনাজপুর বড় ময়দানে ঈদের জামাত হবে না। প্রতিটি মসজিদে তিনটি করে ঈদের জামাত হওয়ার জন্য সবাই একমত হয়েছেন। তিনি বলেন, পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে সেখানে নামাজ আদায় করা হবে। কোলাকুলি বা হাত মেলানো যাবে না। মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করা হবে। সরকারিভাবে নির্দেশনা আনুযায়ী এবছর দিনাজপুর বড় ময়দান ঈদগাহে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। এবার ঈদ উল-আযহার ঈদের জামাত হচ্ছে না।