March 2, 2021, 11:36 pm
অনলাইন ডেস্ক : কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরে বিমান পরিবহন বিভাগের পরিচালক আবদুল্লাহ আল-রাজি বলেছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত বিমান সংস্থাগুলি প্রাথমিকভাবে আগস্ট ০১, ২০২০ তারিখ থেকে বাণিজ্যিক বিমান পরিচালনা শুরু করিবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির সিভিল এভিয়েশনের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে প্রাথমিক পর্যায়ে ২০ টি দেশকে বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দিয়েছে।
দেশগুলি হল: সংযুক্ত আরব আমিরাত – বাহরাইন – ওমান – লেবানন – কাতার – জর্ডান – মিশর – বসনিয়া ও হার্জেগোভিনা – শ্রীলঙ্কা – পাকিস্তান – ইথিওপিয়া – যুক্তরাজ্য – তুরস্ক – ইরান – নেপাল – জার্মানি – আজারবাইজান – ফিলিপাইন – ভারত।
আল রাজি একটি প্রেস বিবৃতিতে বলেছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এয়ারলাইনস তাদের অপারেটিং সময়সূচী এবং বিমানের সময় বিস্তারিতভাবে ঘোষণা করবে।
আল-রাজি সকল ভ্রমণকারীদের বিমানবন্দরে প্রবেশ ও ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটি সহজ করার জন্য এবং সমস্ত প্রক্রিয়া সহজে এবং সুবিধাজনকভাবে সম্পন্ন করার জন্য সমস্ত স্বাস্থ্য পদ্ধতি এবং নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
তবে বাংলাদেশের নাম কেন ঘোষণা করা হচ্ছেনা, তা জানা যায়নি।