March 2, 2021, 11:54 pm
সাইফুল ইসলাম : সোনাগাজী-ফেনী সড়কের লক্ষীপুর উকিল বাড়ির দরজা সড়ক এলাকা থেকে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ ৭১ টিভির লোগো সংযুক্ত মাইক্রোবাসসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি টিম ইয়াবাসহ ওই মাইক্রোবাসের চালক মাদক বিক্রেতা মো: মনজুর আলম মঞ্জুকে (৩৯) আটক করেছে।
গ্রেপ্তারকৃত মঞ্জু দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মোঃ গোলাম রহমানের ছেলে। র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনী র্যাব-৭ এর একটি দল জানতে পারে চট্রগ্রাম থেকে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে ইয়াবা আসছে। তাৎক্ষণিক র্যাব ফেনীর লাল পুলে তল্লাশি চৌকি বসালে ইয়াবা পাচারকারী বিষয়টি বুঝতে পারে এবং মীরসরাই হয়ে ৭১ টিভির লোগো লাগিয়ে মাইক্রোবাসটি সোনাগাজী-ফেনী সড়কের ওই স্থানে আসলে র্যাব গাড়িটি গতিরোধ করে আটক করে।
এ সময় মাইক্রোবাসে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০টি নীল রঙয়ের বায়ুরোধ পলিপ্যাক থেকে ১১ হাজার ৮শ ৩০টি ইয়াবা উদ্ধার করা হয় এবং মাইক্রোবাস চালক মনজুর আলম মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।