March 2, 2021, 11:40 pm
ইমাম হাসান :সোনাগাজীর বগাদানা ইউপির তাকিয়া বাজার মসজিদের পুকুরে মিলল অজ্ঞাত যুববেক অর্ধগলিত লাশ। উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা অযু করতে এসে লাশটিকে বাসতে দেখে চেয়ারম্যানকে জানায়। বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে লাশটিকে উদ্ধার করে।