March 2, 2021, 10:49 pm
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে নাজেহাল পুরা বিশ্ব। করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসাধারনের মাঝে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবতার ফেরিওয়ালা মোংলা উপজেলার দক্ষিন চাঁদপাই গ্রামের কৃতি সন্তান দিপস্কার মৃধা দিপু খাদ্য সহায়তার পাশাপাশি ২০ হাজার মাস্ক বিতরন করার কার্যক্রম গ্রহন করছেন। দিপস্কার মৃধা দিপু তার প্রতিনিধিদের মাধ্যমে মোংলা উপজেলা এবং মোড়েলগন্জ উপজেলার প্রায় সকল স্থানে পথচারী সহ, ভ্যান চালক, সাধারন মানুষ এবং দোকান মালিকদের মাঝে মাস্ক বিতরণ করছেন। (২৮ই জুলাই) মঙ্গলবার বিকালে মোড়েলগন্জ থানার ১ নং ওয়ার্ডের ডেউয়াতলা কে.সি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিপু মৃধার ২০ হাজার মাস্ক বিতরন কর্মসূচী ১০ম দিনের কার্যক্রম পালিত হয়। দিপু মৃধার প্রতিনিধিরা আক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বৃষ্টিতে ভিজে ১০ম দিনের কার্যক্রম পালান করেন। এ সময় ১৫০০ মাস্ক বিতরন করা হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – ১৫৯ নং পূর্ব কুরুপের দাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রন্জিত কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – ডেউয়াতলা কে. সি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুকুল কান্তি পাইক এবং অখিল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন – আশিশ বিশ্বাস, মৃনাল বিশ্বাস, সুজন হালাদার, দুলাল সরকার, ইন্দ্রজিত মন্ডল, মিঠু বিশ্বাস, অপুর্ব মজুমদার সহ আরো অনেকে। দিপস্কার মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন – আফজাল হোসেন, সাংবাদিক রাজু চৌধুরী, শাহ্ আলম, শুভ বিশ্বাস, মনোজিত সরকার, সাংবাদিক বায়জিদ হোসেন এবং ইসলাইল হোসেন।