March 2, 2021, 10:27 pm
মেহেদী হাসান :কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের গ্রাম গুলোতে কিস্তির টাকার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ কে অনেক তাগিদ ও জগড়া জাঠি করছে কিছু এনজিওর লোকজন সরকারের ঘোষণা দেওয়া আছে আগামী সেপ্টেম্বরে ৩০ তারিখ পযর্ন্ত কাউকে চাপ পয়োগ করতে পারবে না। কিস্তির টাকার জন্য কিন্তুু তারা মানতে না রাজ। এদিকে সারাদেশে বন্যা কবলিত মানুষ দিশে হারা অন্য দিগে মানুষের র্কমহিন বেকার হয়ে পড়েছে মানুষ অন্য দিয়ে প্রবাস থেকে ও টাকা পাঠানো বন্ধ। এই অসহায় মানুষ গুলো কি ভাবে কিস্তির টাকা দেবে গত কিছু দিন আগে ও একটি মহিলা কিস্তির টাকা না দিতে পেরে আত্মহত্যা করেছে। এই অসহায় মানুষ গুলো সরকারের সহযোগিতা চায়।