January 16, 2021, 10:50 am
মো: মুজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ প্রতিনিধি। স্বাস্থ্যখাতে লুটপাট, অনিয়ম-দুর্নীতি ও মানুষের জীবন নিয়ে ব্যবসা করার প্রতিবাদে কিশোরগঞ্জে মানবববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির উদ্যোগে শহরের গৌরাঙ্গবাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে রোববার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।