March 2, 2021, 10:41 pm
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া থেকে ৮২ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত আসামি বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের মৃত আয়ুব কালার ছেলে। রবিবার (২৬শে জুলাই) ভোর রাতে নারিকেল বাড়িয়া গ্রামের শফিকুলের বাড়ির সামনে থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ তাকে আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত। যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ শার্শা থানার সার্বিক তত্ত্বাবধানে গোড়পাড়া পুলিশ এসআই ইজাজ রহমান অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট সহ আটক করেন।আটকৃত আসামি কে মাদক আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরণকরা হবে।