January 16, 2021, 12:05 pm
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভা বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে অক্সিজেন সরবরাহে সংকট পরিলক্ষিত। হাসপাতাল গুলোতে পর্যাপ্ত অক্সিজেন মজুদ নেই। এমনকি সামর্থ থাকা সত্বেয় অনেকে প্রয়োজনে অক্সিজেন সরবরাহ পাচ্ছে না। আবার অনেক বেশি মূল্য হওয়ার কারণে গরীব অসহায় সুবিধা বঞ্চিত রোগীরা অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এমতাবস্হায় বঙ্গবন্ধুত আদর্শ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্হাভাজন, বৈশ্বিক করোনাকালীন সময়ের সন্মূখ যোদ্ধা হিসেবে নিজের প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সার্বিক ব্যবস্হাপনা দিয়ে নিজেকে সেবক হিসেবে প্রমাণ করেছেন, মানবতার নেতা দেশশ্রেষ্ঠ পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর নিরলস প্রচেষ্টায় ও পরামর্শক্রমে সার্বিক পরিস্হিতি বিবেচনা করে বেনাপোল পৌরসভা জনসাধরণের স্বাস্হ্যসেবায় ২৫ টি অক্সিজেন দিয়ে যাত্রা শুরু করেছেন বেনাপোল পৌরসভা অক্সিজেন ব্যাংক।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সকল বিত্তবান মানুষদের প্রতি আকুল আহ্বান করে বলেন, আমাদের স্বাস্হ্য আমাদের দ্বায়িত্ব এই স্লোগানে আসুন আমরা এই বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের যুদ্ধে অসহায় মানুষের পাশে দাড়ায়, আমাদের অন্তত এখনো ১০০শত পিছ অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন ,তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাহলেই আমরা এই যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হবো। বেনাপোল পৌরসভা অক্সিজেন ব্যাংক এর বৈশিষ্টঃ-করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা। গরীব ও অসহায় করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ঔষধ সরবরাহ। প্রয়োজনেঃ- ১-মোঃ আব্দুল্লাহ আল মাসুম রনি,উচ্চমান সহকারী ,বেনাপোল পৌরসভা । মোবাঃ-০১৯১৮-৫৯৪১২৫ ২-মোঃ মশিয়ার রহমান, ষ্টোর কিপার,বেনাপোল পৌরসভা । মোবাঃ-০১৯১৮-৭৮৬৩৭০ ৩-ইমদাদুল হক বকুল। মোবাঃ-০১৭১৮-৭৫১১১৩ ৪- মোঃ ফারুক হোসেন উজ্জল। মোবাঃ-০১৯১৯-২৯৯১০৬ ৫-জাকির হোসেন । মোবাঃ-০১৯১১-৮০৩৭৬৫