January 16, 2021, 12:12 pm
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে আতস্ক নয়, “স্বাস্থ্য বিধি মেনে চলুন, সবাই মিলে মাস্ক পরুন ” বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে জন সাধারনের স্বাস্থ্য সুরক্ষায় ১০হাজার মাস্ক বিতরণের অংশ হিসাবে – মোংলার দক্ষিণ কাইনমারী ও কানাইনগর দিপস্কার মৃধার ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ই জুলাই) বিকালে প্রধান অথিতি চাঁদপাই ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম মাতব্বর, বিশেষ অতিথি চাঁদপাই ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য দূর্জয় হালদার, কালিকা বাড়ী যুব সংঘের সভাপতি বিশ্বজিৎ বাগচী সহ অনেকে।
এ সময় দিপু মৃধার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আফজাল হোসেন, সাংবাদিক রাজু চৌধুরী, সাংবাদিক আজিজ মোড়ল, মোঃ শাহ্ – আলম, মনোজিত সরকার, শুভ বিশ্বাস, বিভাষ মন্ডল সহ দিপু মৃধার একঝাঁক তরুন স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপাই ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম মাতব্বর দিপু মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তার সুস্থতা কামনা করে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।