April 16, 2021, 11:25 pm
সাইফুল ইসলাম: আরাফার ময়দানে ৯ জ্বিলহজ ইসলাম ধর্মের ৫ স্তম্ভের অন্যতম হজের খুতবা প্রতিবছর সাধারণত আরবি ভাষাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত বছর ৫টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল। চলতি বছর বাংলা-সহ আরও ৫টি ভাষায় প্রচারিত হবে এবাবের হজের খুতবা। এ বছর মোট ১০টি ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এ বছর আরবি ছাড়াও ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, হাবশি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে এবার বিপাকে পড়েছে সৌদি। অন্য সময়ের মতো বিশাল পরিসরে এবার হজের আনুষ্ঠানিকতা হচ্ছে না। ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক টুইট বার্তার মাধ্যমে জানানো হয়, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হচ্ছে।
করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২২ জুন সৌদি কর্তৃপক্ষ জানায়, সব দেশের নাগরিকদের এবারের হজে সীমিত আকারে অংশগ্রহণের অনুমতি দেবে।
সূত্র : গালফ নিউজ