January 18, 2021, 8:48 pm
মধ্যপ্রাচ্য নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইট।কবে নাগাদ অন্তর্জাতিক ফ্লাইটে চলাচল শুরু হবে, এখনো সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ঈদের পরপরই চালু হচ্ছেনা সৌদির আন্তর্জাতিক ফ্লাইট সৌদি গেজেটের থেকে জানা যায়,সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবার জন্য কোন তারিখ এখনো নির্ধারিত হয়নি। অনেকেই ধারণা করছিলেন,আসন্ন ঈদুল আযহার পর হয়ত পুনরায় চালু হবে আন্তর্জাতিক বিমান চলাচল। তবে সৌদি আরবের বিমান সংস্থা (জিএসিএ) থেকে জানা যায়, এ বিষয়ে এখনো কোন নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।
সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) ২২ জুলাই (বুধবার) ভোরে ঘোষণা করেছে যে,সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার জন্য এখনও সুনির্দিষ্ট কোন তারিখ নির্ধারণ করা হয়নি।
প্রবাসী ক্লাব ও প্রবাসী প্রতিদিন এর পক্ষ থেকে অফিসিয়াল কোন নির্দেশনা না আসা পর্যন্ত সকল যাত্রীদের ধৈর্য্য ধারণ করে কোন রকম গুঞ্জন থেকে সকল যাত্রীদের নিজেদের হেফাজত করার অনুরোধ করা হয়েছে।