March 5, 2021, 4:22 am
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহের মামলায় রাতে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ মালিক শারমিন জাহানকে।
ডিএমপির গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক জাগো নিউজকে বলেন, দায়ের করা মামলায় তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে ডিবি পুলিশ। এর আগে তার বিরুদ্ধে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোজাফফর আহমদ জানিয়েছেন, নিম্নমানের মাস্ক সরবরাহ করে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা এসব মাস্ক ব্যবহার করতে অস্বীকৃতি জানায়।
জানা যায়, করোনা ইউনিটে দায়িত্বরত তৃতীয় গ্রুপের চিকিৎসকদের নকল এন-95 মাস্ক সরবরাহ করে অপরাজিতা ইন্টারন্যাশনাল। গত শনিবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে মাস্কগুলো বদলে নতুন মাস্ক দেয়া হয়। কিন্তু সেগুলোও নকল ছিলো। এরপরই মামলার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।