March 4, 2021, 9:41 pm
সাইফুল ইসলাম : “মৎস্য উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ২০২০ এর ২য় দিনে মাদারীপরের ঐতিহ্য বাহী শত বর্ষের ও বেশি চিরচেনা শকুনী লেকে পোনা অবমুক্তকরনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্ভোধন ঘোষনা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান, মাননীয় সংসদ সদস্য ,মাদারীপুর-২ ও সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। উক্ত পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব হাসান,এবংপুলিশ সুপার,মাদারীপুর মোঃ সফিকুল ইসলাম সাহেব ও সিভিল সার্জন, মাদারীপুর জনাব অাজহারুল ঈসলম সাহেব , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ ওবাইদুর রহমান খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাদারীপুর সদর , জনাব মোঃ খালিদ হোসেন ইয়াদ, মেয়র, মাদারীপুর পেীরসভা, জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব ডাঃ একেএম অানোয়ারুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চৌধুরী নুরুল অালম বাবু চেীধুরী, সাবেক মেয়র, মাদারীপুর পৌরসভা, জেলা মৎস্য কর্মকর্তা, জনাব মোঃ সাইফুদ্দিন গিয়াস, উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর সদর, জনাব তপন মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মাদারীপুর সদর,জনাব অানোয়ার হোসেন, নেজারত ডেপুটি ক্যালক্টর, জনাব ফেরদেীস ইবনে রহিম,উপসহকারি পরিচালক এবং জেলা ও উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।