March 3, 2021, 11:57 pm
মধ্যপ্রাচ্য ডেস্ক: ওমানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা অতিরিক্ত হারে বাড়তে থাকার কারণে এবং এর বিস্তার কে সীমাবদ্ধ করার জন্য ওমান সুপ্রিম কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৫ই জুলাই রোজ শনিবার থেকে ০৮ই আগস্ট রোজ শনিবার পর্যন্ত ওমানের সবকিছু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে!
লকডাউনের সময় দিনের বেলায় পুলিশের তীব্র টহল থাকবে এবং নিয়ন্ত্রণের জায়গা গুলো সহ, লকডাউনের সময়কালে শুধুমাত্র জরুরী জিনিসপত্রের দোকান গুলো সন্ধা ০৭ টা পর্যন্ত খোলা থাকবে তারপর বন্ধ করে দিতে হবে এবং লকডাউনের মধ্যে সন্ধ্যা ০৭ টা থেকে সকাল ০৬ টা পর্যন্ত পুরোপুরি কারফিউ দেওয়া থাকবে! লকডাউনের মধ্যে সকল ধরণের চলাচল আর সর্বজনীন জায়গা সহ এবং অন্যন্যা সব ধরণের দোকানপাট গুলো আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ওমান সরকার!
বৈঠকে আরো বলা হয়েছে ওমানে কোথাও ঈদের নামাজ আদায় করা যাবে না এবং ওমানে কোথাও কোরবানির হাট বসতে দেওয়া হবে না!
লকডাউনে কেউ জড়ো হয়ে আড্ডা দেওয়া একেবারে বন্ধ এবং গাড়ি চলাচলও একেবারে বন্ধ ঘোষণা করেছে ওমান সরকার!