March 6, 2021, 5:07 am
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী ও প্রথম সারির একজন নারী উদ্যােক্তা হেলেনা জাহাঙ্গীর, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে কিছু কুচক্রী মহল অপপ্রচার ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াতে এদেশের কিছু মানুষরুপী জানোয়ার ।
যে মহান মানুষ গুলো সমাজের কল্যানে নিরন্তর কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ফেক আইডি খুলে প্রপাজ্ঞান্ডা ছড়াচ্ছে ।
জয়যাত্রা টেলিভিশন, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান একজন সফল নারী উদ্যোক্ত হেলোনা জাহাঙ্গীর, যিনি সমাজ সেবায় ভূমিকা রাখার জন্য “সিস্টার হেলেন” নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে সরকার বিরোধী এই কুচক্রী মহল ফেসবুকে ব্যাপক প্রপাজ্ঞান্ডা চালাচ্ছে।
হেলেনা জাহাঙ্গীর নামে ফেক আইডি খুলে সমাজ ও সরকার বিরোধী পোস্ট দিচ্ছে । তাঁর ব্যক্তিগত আইডিতে অশ্লীল কমেন্ট করছে । অনুসন্ধানে দেখা গেছে কমেন্টকারী সকল আইডি ফেক । যেমন – ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, ওবায়দুল কাদের, ঈশ্বরচন্দ্র, গাঁজা খোর এমন বিভিন্ন ফেক আইডি ব্যাবহার করে হেলেনা জাহাঙ্গীরকে সমাজিক যোগাযোগ মাধ্যমে হেও করা হচ্ছে।
সাম্প্রতিক হেলেনা জাহাঙ্গীরের আইডি ক্লোন ছবি এডিট করে প্রপাজ্ঞান্ডা ছড়াচ্ছে । দেশের সুধি-জনদের হেনস্তা করতে এই মহল বেশ সক্রিয়।।
জয়যাত্রা পরিবার তথা জয়যাত্রা টেলিভিশন, জয়যাত্রা ফাউন্ডেশন, পজেটিভ বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে প্রযুক্তির এই অপব্যাবহারের তীব্র নিন্দা ও এই কুচক্রী মহলের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।