March 5, 2021, 4:19 am
আবেগ
হোসনে আরা রিতা
কে তুমি?
আমাকে দেখো এভাবে,
তুমি সখা।
ফাল্গুনে আগুন ঝরে
মনে ওঠে ঢেউ
একা, একা জ্বলি
দেখেনাতো কেহ্।
তবুও পথপানে চেয়ে রইয়
শিশির ভেজা চোখে,
উদাসি নয়নে,
খোঁপাতে ফুল পরে।
ফুটিল কাননে ফাল্গুনমাসে
ভালোলাগা ভালোবাসা
দু’টি হৃদয় মাঝে ।
পরশ নেব তোমার সৌন্দর্য
প্রকাশ করবো এখনি,
নীরদ্বিধায় বলি বড্ডবেশি
ভালোবাসি তোমাকে।
স্পষ্টতা কাব্যরসে বলি
সারাটাদিন অপেক্ষা থাকি,
নিভৃতে বসে আনমনে
ঠোঁটের দু’পাশ ছুঁয়ে স্পর্শ অনুভব করি ।