February 25, 2021, 2:45 am
ইমাম হাসান: ফেনীর কাজীর হাট আব্দুর রাজ্জাক কনট্রাকটর বাড়ির পশ্চিম পাশে ৫নং চরদরবেশ ইউনিয়নের আবদুল হক হুজুরদের বাড়ির পাশে নদী ভাঙ্গন শুরু হয়েছে।এরই মাঝে রাস্তার একপাশ নদীতে বিলীন হয়ে গিয়েছে। উপজেলা চেয়ারম্যান লিপটন এবং ভাইস চেয়ারম্যান বিটু স্থানটি পরিদর্শন করে খুব দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ওখানকার নদীর পাড়ের মানুষ গুলো খুবই গরীব, দিন এনে দিনে খাওয়া অসহায় মানুষ গুলো এম পি’র দৃষ্টি আকর্ষণ করে ভাঙন এলাকা নিজের চোখে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানায় ।
ভাঙন কবলিত রাস্তাটি খুবই জরুরী এই রাসতা দিয়ে কেরামতিয়া বাজার এবং সুইস গেইটের ব্যবসায়ীরা তাদের মালামাল পরিবহন করেন।তাই সকল মানুষের প্রাণের দাবি সরকারি ভাবে তাড়াতাড়ি কাজ শুরু করে এলাকাবাসীর প্রাণের দাবি বাস্তবায়ন করতে সংস্লিষ্ঠ সকলকে অনুরোধ জানান ।