March 4, 2021, 9:27 pm
মাঈন উদ্দিন মামুন: দেখেন তো উনাকে চিনতে পারেন কিনা! অরজিনাল মুজিব সৈনিকেরা তাকে চিনবেন, অবশ্য আজকের সুযোগ সন্ধানী হাইব্রিডরা তাকে চিনবেন না ??
সাহেদ- সাবরিনাদের নিয়ে ফেসবুক সয়লাব কিন্তু দেশের ভাল মানুষদের,ভাল কাজের প্রচার আমরা করি না। এই কারনে ভাল কিছু আমরা শিখি না।সকালে ঘুম থেকে উঠেই নেগেটিভ পোস্ট। দেশে মনে হয় ভাল মানুষ নাই, ভাল কাজ হয় না!!! জনাব আবুল কালাম আজাদ, জামালপুর-১ আসনের চতুর্থ বারের মত নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। তিনি দেওয়ানগঞ্জের একটি খুবই সাধারন হোটেলে ডিম দিয়ে ভাত খাচ্ছেন, তিনি স্পেশাল সিকিউরিটি ছাড়াই অনেকসময় একাই পায়ে হেটে এলাকায় গণসংযোগ করেন। একজন সাদা মনের মানুষ হিসেবে তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকেরা এমন সাদামাটাই হয়।