March 3, 2021, 10:47 am
বিশেষ প্রতিনিধি:পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আ’লীগের নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি , পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নাজিরপুরের সাতকাছিমা ইউনিয়ন -ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেখ মো: শাহজাহান কবিরের বিরুদ্ধে।
এ মামলায় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্জন বিশ্বাস, ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর পৌর ছাত্রলীগের নেতা -জাকারিয়া ইমতিয়াজ শুভ, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও আইন সহায়তা কেন্দ্র (আসক )ফাউন্ডেশন বরিশাল ডিভিশন এর সম্মানিত সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম (শফিক), বাংলাদেশ হিন্দু মহাজোটের- প্রচার সম্পাদক গৌতম হালদার কে আসামী করে ৭ জুলাই মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মামলা সূত্রে জানা যায়, নাজিরপুরের দীঘিরজান বাজার সংলগ্ন একটি সরকারী জমি দখল করে বেড়া উচ্ছেদের ঘটনায় মোবাইলে ভিডিও করে সংখ্যালঘুদের উপরে নির্যাতন দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রচার করার অভিযোগে নাজিরপুরের সাতকাছিমা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেখ মো: শাহজাহান কবিব বাদী হয়ে ০৭ জুলাই মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে নাজিরপুর থানায় ৬ জনকে নামীয় ও আরো কয়েকজনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে। আসামীরা হলেন দিপু মজুমদার, নির্জন বিশ্বাস, শফিকুল ইসলাম শফিক, গৌত হালদার প্রান্ত, জাকারিয়া ইমতিয়াজ শুভ, সঞ্জয় রায়।মামলার বাদী সাতকাছিমা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেখ মো: শাহজাহান কবিরের মতে আসামীরা ফেইজবুকের মাধ্যমে ধর্মীয় উস্কানীমূলক স্ট্যাটাসের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার অভিযোগ আনলেও আসামীরা অনেকেই এ বিষয়টিকে অস্বীকার করেছেন ।
আসামীরা বলছেন সম্পূর্ণ পরিকল্পিত ভাবে নাজিরপুরের সাতকাছিমা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেখ মো: শাহজাহান কবির ব্যাক্তিগত রাজনৈতিক সুবিধাভোগ করার জন্য আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতার্কীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছেন। তবে ফেইজবুকের স্ট্যাটাসের বিষয়টি অনেকে না বুঝেই দিয়েছেন।মামলাটির বিষয়ে নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে আসক ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম (শফিক) বলেন ঘটনাটি অনেকে না বুঝে ফেসবুকে স্ট্যাটাস বা শেয়ার দিয়েছে তাদের নামে কোন মামলা হয়নি ,ব্যক্তিগত আক্রোশের কারণে আমাদের কয়েকজনের নামে মামলা হয়েছে। মাটিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দিপ্তেন মজুমদার বাপ্পি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে এর সাথে আমি ও আমার বাবা মনিন্দ্র নাথ মজুমদারের কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমার জানা মতে সাতকাছিমা ইউনিয়ন যে ঘটনাটি ঘটেছে সে মসয় মামলার আসামীরা সবাই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে এ বিষয়ে কথা বলার জন্য নাজিরপুরের সাতকাছিমা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেখ মো: শাহজাহান কবিরের মুঠোফেনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।