April 16, 2021, 11:54 pm
সাইফুল ইসলাম (স্টাফ রিপোর্টার):কুয়েতে বসবাসরত যে সকল বাংলাদেশী লোক আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ, আকামাও শেষ, কিন্তু এখন পাসপোর্ট বানাতে সময় লাগবে ৩ মাস বা আরো বেশি, তাদের উদ্দেশ্যে মোবারক আল কাবির এর ইমিগ্রেশন বিভাগের প্রধান বলেছেন – যাদের পাসপোর্টের মেয়াদ ও আকামার মেয়াদ শেষ তারা তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট হাতে লেখা রি-নিউ করে আকামা লাগাতে পারবে!
তবে তাদের কে অবশ্যই দূতাবাস থেকে অথরাইজড পেপার আনতে হবে !
এবং পেপারে লেখা থাকবে যে এই পাসপোর্ট টি দূতাবাস কর্তৃক রি-নিউ করা হয়েছে!
এই পাসপোর্ট এর সকল তথ্য সঠিক! এবং সেই লেটার ( কিতাব টা অবশ্যই দুতাবাস থেকে সত্যায়িত করে দিতে হবে।
ছুটিতে থাকা সকল প্রবাসীদের কে উদ্দেশ্যে মোবারক আল কাবির এর ইমিগ্রেশন বিভাগের প্রধান আরো বলেছেন, কুয়েতের আকামাধারী যে সকল প্রবাসীরা বর্তমানে কুয়েতের বাহিরে অবস্থান করছেন তারা তাদের আকামা রি-নিউ করতে পারবেন অনলাইনে!
যাদের আকামা শেষ হয়ে যাবে তাদের আকামা বাতিল হয়ে যাবে এবং তা আর রি-নিউ করতে পারবেনা! অর্থাৎ আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে রিনিউ করতে হবে!