March 4, 2021, 12:01 am
ইলিয়াস আহমেদ(বাবু), কুয়েত : বাংলাদেশী সংসদ সদস্যের মামলায় অভিযুক্ত একজন পদস্থ অফিসারকে ১০ হাজার দিনারের বন্ডে জামিনে মুক্তি দিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন ।
কুয়েতি মিডিয়ায় প্রতিদিন কভারেজ পাওয়া বাংলাদেশী সাংসদের মামলায় অভিযুক্ত অফিসারকে আটক করা হয়েছিল ।
জামিনে মুক্ত হওয়া পদস্থ অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্র্যাভেল ব্যুরোর পরিচালক বলে জানিয়েছে আরবী দৈনিক আল আনবা ।
দৈনিক আল আনবা আরো জানিয়েছে, ঘুষ হিসাবে অর্থের বিনিময়ে অ্যাটর্নির লেনদেন পাস (মঞ্জুর) করতে কর্মকর্তাদের সাথে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করায় রাষ্ট্রপক্ষ অভিযুক্তকে আটক করেছিল ।
গত ৬ জুন মানব পাচার, মানিলন্ডারিং ও ঘুষ প্রদানের অভিযোগে কুয়েতে আটক হয় বাংলাদেশী সাংসদ কাজী শহীদুল ইসলাম ওরফে পাপলু ।