March 3, 2021, 11:19 pm
ইমাম হাসান: ফেনীর সোনাগাজী থানার ঐতিহ্য বাহী কাজীরহাট বাজার।ফখরুদ্দিন এবং মইন উদ্দিন আমলে এই বাজার টিকে ভেংগে চুরমার করে দেওয়া হয়।কি কারনে এই ভাবে ভেংগে দেওয়া হয়েছিলো তা এখনো সাধারন জনগন জানতে পারেনি।কি কারনে করা হয়েছিলো?কার লাভের জন্য করা হয়েছিলো?সমাজের মানুষের মুখে হরেক রকমের কথা শোনা যায়। সত্য আর মিথ্যার মাঝে পড়ে আছে কাজীরহাট বাজার ভাংগার কাহিনী।যারা লাভ খতির হিসাব করে বাজার টিকে ভেংগে ধংস করে দিয়েছেন আজ তারা কতটুকু লাভোবান হয়েছেন?একশত দোকানদার কে রাসতায় নামিয়ে দিয়ে, তাদের পেটে লাথি মেরে আপনাদের কি উপকার হয়েছে তা এলাকাবাসী জানতে চায়।যাই হোক মামলার বেড়াজালে দীর্ঘ এতগুলো বৎসর পেরিয়ে যাওয়ার পর ও এই ঝামেলার শেষ হলোনা।একটি মামলা শেষ হতে না হতে আরেকটি মামলা চালু হয়ে যায়।এই ভাবে চলতে থাকলে এই বাজারের মালিক কে হবেন তা আমাদের বাবারা এবং আমরা দেখে যেতে পারবো কিনা সন্দেহ রয়েছে।আমাদের এলাকার গণ্যমান্য লোকজন কি ইচেছ করলে কাজীদের সাথে কথা বলে সমাধানের পথে যেতে পারেনা?নাকি তাদের ও লাভ আছে তাই তারা চায়না এই কাজীরহাট বাজারের সমস্যাটি সমাধান হয়ে যাক?আমরা যারা কাজীরহাট বাজারের বাসিন্দা আমরা চাই আমাদের বাজার টি আগের মত পরিপূর্ণ হোক।মামলায় যদি সরকার পায় তাহলে ও জনগণ পাবে আর মামলায় যদি কাজীরা পায় তাহলে ও সরকার নিয়ে জনগন কে দিবে।তাহলে এত টালবাহানা করার কি দরকার? আমরা চাই কাজীরহাট বাজারের পরিবেশ ব্যবসা বান্ধব হোক।আশা করবো সরকারের কর্মরত ব্যক্তি বর্গ এই ব্যপারটির দিকে খেয়াল দিবেন।এই ভাবে তিলে তিলে বাজারটি ধংস হয়ে যাবে আর এলাকার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে এইটি হতে পারেনা।বাজার কমিটিতে নতুন জারা এসেছেন তারা একবার চেষ্টা করে দেখতে পারেন।আল্লাহ চাইলে আপনাদের মাধ্যমে শেষ হতে পারে এই অমিমাংসিত সমস্যাটি।