March 4, 2021, 12:31 am
ইমাম হাসান (মধ্যপ্রাচ্য): সৌদি আরবের প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (ইকামা) এর মেয়াদ দ্বিতীয়বারের মত কোনো রকম অর্থ ছাড়াই ৩ (তিন) মাসের জন্য বৃদ্ধি করা শুরু করেছে । বাদশাহ সালমান এর নির্দেশ অনুযায়ী সকলের ইকামা এবং এক্সিট ও রি -এন্ট্রি ভিসা এর মেয়াদ বৃদ্ধি করা শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
করোনাভাইরাস মহামারির প্রভাব থেকে ব্যক্তি, বিনিয়োগকারী ও অর্থনৈতিক কর্মকাণ্ড রক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে বাদশাহ সালমানের সরকার এসব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি বাদশাহর নতুন আদেশের কারণে দেশটির বাইরে থাকা সব প্রবাসী উপকৃত হবেন। এসব প্রবাসী বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও দেশটিতে প্রবেশ এবং বহির্গমনের ওপর নিষেধাজ্ঞার কারণে সেখানে প্রবেশ বা বের হওয়ার সুযোগ পাচ্ছেন না।
উল্লেখ্য, যাদের আকামার মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুনের মধ্যে শেষ হয়েছে সৌদি সরকার কোন টাকা ছাড়াই প্রথম দফায় তাদের ইকামা নবায়ন করেছিল।