March 7, 2021, 9:26 pm
পরান মাহমুদ (নিজস্ব প্রতিবেদক) : চোখ রাখুন নাগরিক টিভিতে ।।আসছে ভারপ্রাপ্ত স্বামী ।।
আসছে এই ঈদ উল আযহায় বিশেষ নাটক “রসিক বেয়াই ”
ঈদের নাটকে মীর সাব্বির ও প্রিয়াঙ্কা জামান সম্প্রতি তিনি ‘সোহরাব রোস্তম’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটকটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির। এছাড়াও আরও কাজ করেছেন মাসুম বাশার
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, কমেডি- রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। সাব্বির ভাই বড় মাপের একজন অভিনেতা, তার সাথে কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে।
নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপন, মডেলিং, ওয়েব সিরিজের কাজ ও করে যাচ্ছেন।নাটকটির নির্মাতা মাইনুল হাসান খোকন জানান, ঈদে নাটকটি নাগরিক টিভিতে প্রচারিত হবে।দর্শক ও ভক্তদের দোয়া ও ভালোবাসা নিয়ে মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান অভিনয় চালিয়ে যেতে চান।