March 6, 2021, 4:38 am
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান নিয়ে অনাহারে খুবই অসহায় দিনাতিপাত করছিলেন।তারা আসলে লজ্জায় কারো কাছে চাইতে পারছিলেন না, এই দুর্দশা দেখে তাদের এক প্রতিবেশী মঙ্গল আলোয় ফাউন্ডেশনে কল করে জানান।
উল্লেখ্য, ওই পরিবারের থাকার ঘরটি কয়েকদিন আগে আগুনে পুড়ে যায় এখন তারা এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।
খবরটি পাওয়ার সাথে সাথে মঙ্গল আলোয় ফাউন্ডেশন এর সদস্য জনাব সাইক নাজাত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান ওই পরিবারের কাছে।
এ প্রসঙ্গে জনাব সাইক নাজাত জানান বাড়িতে গিয়ে আমি হতবাক হয়েছি কয়েকদিন আগে পরিবারটির বাড়িটি আগুনে পুড়ে যায় এবং তারা অন্য একটি বাড়িতে বর্তমানে আশ্রয় নিয়েছে।তারা অসহায় মানবেতর জীবনযাপন করছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের সাহায্যে এগিয়ে এসেছি।
এ সম্পর্কে মঙ্গল আলোয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা (বর্তমানে ইরাকে অবস্থানরত) নার্গিস সুলতানা জানান, আমরা বর্তমান কোভিড ১৯ পেন্ডামিক মোকাবেলায় সমাজে অসহায়, নিম্ন মধ্যবিত্ত, যে সকল পরিবার কারো কাছে লজ্জায় হাত পেতে নিতে পারছেনা তাদেরকে খুঁজে বের করে সহযোগিতা করছি এবং আমাদের এ কার্য্ক্রম অব্যাহত থাকবে।
সহকারী প্রতিষ্ঠাতা মুহাম্মদ জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, সমাজের গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা এই সংগঠন করেছি ইনশাল্লাহ আমরা সারাদেশে আমাদের কার্য্ক্রম দিন দিন বৃদ্ধি করতে পারব।